কিভাবে মোবাইলে/কম্পিউটার টাইপিং করে প্রতিদিন ৫00 থেকে ১০০০ টাকা ইনকাম করবেন।
কিভাবে মোবাইলে/কম্পিউটার টাইপিং করে প্রতিদিন ৫00 থেকে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। এখন বিভিন্ন কোম্পানি তাদের ব্লগার ওয়েবসাইটের জন্য কবিতা উপন্যাস গল্প ইত্যাদি আর্টিকেল এর জন্য টাইপিং ওয়েবসাইট প্রকাশ করেছে।
তারা তাদের ওয়েবসাইট আর্টিকেল টাইপার থেকে টাইপ করে নিচ্ছে। এতে
করে বিভিন্ন টাইপেররা টাইপিং করে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে। আপনিও চাইলে
এখন থেকে ঘরে বসে মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে টাইপিং এর মাধ্যমে টাকা ইনকাম
করতে পারবেন। এই ব্লগ থেকে আমরা জানবো কিভাবে টাইপিং এর মাধ্যমে টাকা ইনকাম
করা যায় এবং কোন কোন ওয়েবসাইট এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম করা যায়।
সূচিপত্রঃ নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন।
- টাইপিং কি?
- কিভাবে টাইপিং করে টাকা ইনকাম করা যায়।
- Upwork /আপওয়ার্ক এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Fiver/ফাইবার এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Pocket Novel /পকেট নোভেল এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Flexjob/ফ্লেক্স জব এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Lionbridge/লিওন ব্রেড এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Seribie/সারিবি এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- Clickworker/কিক ওয়ার্কার এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- 2Captch/টু ক্যাপ্টা এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
- শেষ কথা।
টাইপিং কি?
অনলাইনে কোন কিছু লেখা হলো টাইপিং। আপনি যখন মোবাইল বা কম্পিউটার কিবোর্ড দিয়ে কোন কিছু লেখেন তখন সেটাকে টাইপিং বলে। কম্পিউটারের ইমেইল পাঠাতে চ্যাটিং করতে বা কোন পোকার ব্লগ লিস্টে টাইপিং ব্যবহার করা লাগতে পারে।
মোবাইলের পাশাপাশি ট্যাব বা কম্পিউটার দিয়েও টাইপিং করা যায়। এগুলো শেখাটাও কোন কঠিন ব্যাপার না। কোন কাগজে লেখা থাকলে তা দেখে দেখে কম্পিউটার কিবোর্ড বা মোবাইলের কিবোর্ডে লেখায় টাইপিং। এখন আমরা জানবো এখন আমরা জানবোকিভাবে মোবাইলে/কম্পিউটার টাইপিং করে প্রতিদিন ৫00 থেকে ১০০০ টাকা ইনকাম করবেন।
কিভাবে টাইপিং করে টাকা ইনকাম করা যায়।
টাইপিং করে আয় করার জন্য অনলাইনে প্রায় দুই ধরনের টাইপিং এর কাজ পাওয়া
যায়।
একটি হলো দেখে দেখে টাইপিং করা। আর আরেকটি হলো টাইপিং এর মাধ্যমে কোন ব্লগ
উপন্যাস ছোটগল্প লেখা। অনলাইনে টাইপিং করে ইনকাম করার মত অনেক
সাইট রয়েছে। টাইপিং কাজে কোন প্রকার দক্ষতা ছাড়া ইনকাম করতে পারবেন। এটা
করার জন্য কোন প্রকার ভারী অভিজ্ঞতার প্রয়োজন ন। তবে আপনার টাইপিং স্পিড যত
বেশি হবে আপনার জন্য কাজগুলো তত সুবিধা হবে।
নিয়মিত টাইপিং করতে করতে আপনার টাইপিং স্পিড এমনিতেই বৃদ্ধি পাবে। এই ব্লগে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে আপনি কাজ করতে খুব বেশি স্পিড এর প্রয়োজন হবে না। আপনি সাধারণভাবে টাইপিং করতে জানলেই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি কোন সাইডে লেখালেখি করে ইনকাম করতে পারবেন তা বিশদভাবে আলোচনা করা হয়ে।
আরো পড়ুনঃ টাফনিল এর কাজ খাওয়ার নিয়ম ও সতর্কতা ২০২৫।
আপনার টাইপিং করে আয়কৃত টাকা খুব সহজেই আপনার হাতে পাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর এটি করে আপনি মাসে কত টাকা আয় করতে পারবেন সে ব্যাপারে জানতে পারবেন। আপনি ছাত্র অবস্থায় টাকা ইনকাম করতে চাইলে টাইপিং হতে পারে আপনার একমাত্র মাধ্যম।
Upwork /আপওয়ার্ক মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
Upwork /আপওয়ার্ক সম্পর্কে জানেনা এমন মানুষ পাওয়া কঠিন বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন। এটি সাধারণত ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় মার্কেটপ্লেস। আপওয়ার্ক এএ হাজার হাজার বাংলাদেশী এবং ভারতীয়রা টাইপিং এর মাধ্যমে টাকা ইনকাম করছে। আপনি আপওয়ার্ক গিয়ে টাইপিং সেক্টর নিয়ে সার্চ দিলে দেখবেন এখানে কাজের ছড়াছড়ি। এখানে অনেক টাইপিং এর কাজ রয়েছে এর মধ্যে সহজ গুলো বেছে নিতে হবে।
এখানে বায়ার তাদের কাজগুলোকে পোস্ট করে এবং তাদের কাজ করিয়ে নেওয়ার জন্য
রাইটার হায়ার করে । এখানে কাজ পেতে হলে আপনাকে একটু দক্ষ হতে হবে এবং ইংলিশ
মোটামুটি দক্ষতা হবে। আপনাকে সর্ব প্রথমে আপনার কাজের কিছু স্যাম্পল
একাউন্টে পোস্ট করতে হবে বা যোগ করতে হবে। এখানে কাজ করাটা নতুনদের জন্য একটু
কঠিন তবে আপনি করতে থাকলে এক সময় দক্ষ হয়ে উঠবেন। এখানে আপনি একটু
অভিগ্রহ হলে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
আরো পড়ুনঃ শীতকালে সিলেটের দর্শনীয় স্থান।
কেননা এখানে কাজের রেট অনেক হাই। আপনি ২০ থেকে ৪০ পেজ লিখে দেড় থেকে ৩০০ ডলার ইনকাম করতে পারবেন। তাও মাত্র একটি কাজ করে দিয়ে। আপওয়ার্ক সাধারণত যে সমস্ত কাজ পাওয়া যায় সেগুলো হলো কপি পেস্ট যেকোনো সিটে টাইপিং ইত্যাদি।
কিভাবে আপওয়ার্ক কাজ করবেনঃ
১। প্রথমে আপনাকে Upwork /আপওয়ার্ক ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে। আপনার সকল তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে।
২। এরপর আপনার কাজের তথ্য হিসেবে ক্যাটাগরি সিলেট করে দিতে হবে। মানে আপনি কোন ক্যাটাগরিতে এখানে কাজ করতে চ।এক্ষেত্রে ডাটা এনটি দিতে হবে।
৩। এরপর আপনার প্রতিটি আর্টিকেল বা কাজের জন্য কত টাকা চার্জ করবেন সেটা দিতে হবে। আপনাকে অবশ্যই প্রোফাইল পিকচার সেট করতে হ।
৪। এরপর আপনাকে কাজ পাওয়ার জন্য স্যার সবসময় গিয়ে সার্চ করতে হবে।এখানে অনেক কাজ দেখাবে এখান থেকে আপনাকে কপি পেস্ট সিলেক্ট করে নিতে হবে।
৫। এরপর ভাই আর আপনাকে কাজ দিলে আপনি তো সাবমিট করে টাকা ইনকাম করতে পারবেন। এখানে ঘণ্টা প্রতি বা ফিক্সড অ্যামাউন্ট এ কাজ করতে পারব।
Fiver/ফাইবার এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
খাইবার একটি ইসরাইলি মাল্টিন্যাশনাল মার্কেট প্লেস। ২০১০ সালে লঞ্চ করা হয়। এর সদর দপ্তর ইসরাইলের ওখান থেকে নিয়ন্ত্রণ ক। এটা সাধারণত ফ্রিল্যান্সার এবং বায়েদের নিয়ে বিশাল এক কর্মযজ্ঞ। ২০২৩ সালে জরিপ অনুযায়ী এখানে প্রায় চার মিলিয়নেরও বেশি বাইরে রয়েছে। এটি অন্যান্য মার্কেটপ্লেস থেকে নতুনদের জন্য বেশি উপযুক।
এখানেও প্রচুর পরিমাণে কাজ থাকার কারণে নতুনরা এখানে কাজ করে টাকা ইনকাম করতে
পারবে। আপনি একটু দক্ষ হলে আপনি একটু দক্ষ হলে মোবাইল বা কম্পিউটারে টাইপিং করে
প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে যে কাজে
অভিজ্ঞ সেই সমস্ত কাজের বিবরণ দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হ।
এখানে বায়রা বাইয়ের দেশের হওয়ায় এনে কাজের ডিমান্ড অনেক বেশি। আপনি একটি
কাজের জন্য ২০ থেকে ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে কাজ করতে হলে
আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কারণ আপনি কোন দেশীয় ভাইয়ের সাথে কাজ করবেন না
আপনি কাজ করবেন ইউরোপের বা আমেরিকার কোন বায়ারের সা। তাই আপনার সম্পর্কে জ্ঞান
একটু ভালো পরিমান থাকতে হবে। আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হ। এবং তাদের সাথে
যোগাযোগ করে তাদের থেকে কাজ নিয়ে কাজ করতে হবে।
আপনি কিভাবে কাজ পাবেন বা করবেন তার বিবরণ দেয়া হলোঃ
১। প্রথমে আপনাকে Fiver/ফাইবার ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে। আপনার সকল তথ্য দিয়ে একাউন্ট খুলতে হবে।
২। এরপর আপনার কাজের তথ্য হিসেবে ক্যাটাগরি সিলেট করে দিতে হবে। মানে আপনি কোন ক্যাটাগরিতে এখানে কাজ করতে চ।এক্ষেত্রে ডাটা এনটি দিতে হবে।
৩। এরপর আপনার প্রতিটি আর্টিকেল বা কাজের জন্য কত টাকা চার্জ করবেন সেটা দিতে হবে। আপনাকে অবশ্যই প্রোফাইল পিকচার সেট করতে হবে।
৪। এরপর আপনাকে কাজ পাওয়ার জন্য স্যার সবসময় গিয়ে সার্চ করতে হবে।এখানে অনেক কাজ দেখাবে এখান থেকে আপনাকে কপি পেস্ট সিলেক্ট করে নিতে হবে।
৫। এরপর ভাই আর আপনাকে কাজ দিলে আপনি তো সাবমিট করে টাকা ইনকাম করতে পারবেন। এখানে ঘণ্টা প্রতি বা ফিক্সড অ্যামাউন্ট এ কাজ করতে পারব।
Pocket Novel /পকেট নোভেল এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
পকেট নোভেল একটি জনপ্রিয় ইনকাম করার সাইট । যদি আপনি ভালো মানের গল্প উপন্যাস লিখতে পারেন তাহলে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনি বাংলা ইংলিশ ভাষায় গল্প লিখতে পারবেন। এ কাজটি করার জন্য আপনাকে ঈদের ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে হ। আপনি চাইলে ওয়েবসাইটে গিয়েও টাইপিং করে ইনকাম করতে পারবেন।
এখানে গল্প লিখে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই
সাইটে কাজ করার জন্য আপনাকে টাইপিং এ এক্সপার্ট হতে হবে। তার মানে আপনাকে ভালো
মানের টাইপিং করতে জানতে হবে। এখানে সাধারণত মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করে বেশি
সুবিধা হ। আপনি প্রথমে বাংলাতে শুরু করতে পারেন।
এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে নিচে তা দেওয়া
হলঃ
১। প্রথমে আপনাকে এই অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন করে আপনার তথ্য যাচাই করে নিতে হ। এরপর আপনার নাম বয়স আশা সিলেট করতে হবে দিতে হবে।
২। এরপরে এ্যাপের মধ্যে ঢুকে আপনাকে রাউটার বাটনে ক্লিক করতে হবে এবং ৩০ হাজার শব্দ লেখার জন্য আপনাকে এপ্লাই করতে হবে।
৩। এখানে এপ্লাই করার পরে আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে এখানে লেখার লাইসেন্স দেওয়া হবে। তখন আপনি এখানে টাইপিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। এখানে ইনকাম করার জন্য আপনাকে বিভিন্ন রকমের গল্প লিখতে হ।লেখার সময় আপনাকে টাইটেল ছবি মেটা ডেসক্রিপশন সব সেট করে দিতে হবে।এ একাউন্ট থেকে টাকা তোলা সহজ আপনি পেটিএম অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন।
আরো পড়ুনঃপ্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করুন বিকাশ পেমেন্ট।
Flexjob/ফ্লেক্স জব এর মাধ্যমে টাইপিং করে টাকা ইনকাম।
আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা খুব সহজেই ফ্লেক্স জব এর নাম জেনে থাকবেন। এটা
খুবই জনপ্রিয় একটি সাইট এখান থেকে টাইপিং এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এখানে
প্রচুর পরিমাণ টাইপিং এর কাজ থাকে তাই খুব সহজে আপনি কাজ পেয়ে যাবেন।
এখানে আপনি প্রতিদিন বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট টাইপ করার মাধ্যমে আয় করতে
পারবেন। এখানে সহজ কাজের মধ্যে রয়েছে কপি পেজে ডাটা। আপনি এখানে খুব সহজে কাজ
পেয়ে যাবেন আর এখানে কাজের রেট অনেক বে।কারণ আপনি সরাসরি অফিসের হয়ে কাজ
করবেন।

স্বপ্ন পথ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url