ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন ২০২৫
  ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবো এ বিষয়ে নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকে
  আমি এই আর্টিকেলটিতে আপনি কিভাবে ফেসবুকে এড চালাবেন এ বিষয় নিয়ে এ টু জেড
  আলোচনা করব। আশা করছি পুরোটা আর্টিকেল ভালোভাবে পড়বেন যেন খুব সহজেই বুঝতে
  পারেন।
  যত দিন যাচ্ছে মানুষ ততই এক ডিজিটাল দিগন্তর  দিকে ধাবিত হচ্ছে। দিন যত
  যাচ্ছে মানুষ তার কাজ ততটা সহজ করে নিচ্ছে। বর্তমান এই ডিজিটাল যুগে
  স্মার্ট ফোন ব্যবহার করে কিন্তু ফেসবুক চালায় না এমন মানুষ হয়তো আপনি খুঁজেই
  পাবেন না।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন । আমরা শুধু ফেসবুক আইডি ব্যবহার করি বিভিন্ন নিউজ ভিডিও এবং স্টোরি
  দেখার জন্য কিন্তু এটিও হতে পারে আপনার ব্যবসার প্রচারের একটি মাধ্যম। আজকে আমি
  আপনাদেরকে সে বিষয় নিয়েই বিস্তারিত জানাবো। তাহলে চলুন আর দেরি কিসের।
পেজ সূচিপত্রঃ নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন
- ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন
 - ফেসবুকে এড কিভাবে কাজ করে
 - ফেসবুক অ্যাডের ধরন কি কি
 - কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবো
 - কিভাবে ফেসবুক পেজ চালাতে হয়
 - অফিসিয়াল ফেসবুক কিভাবে খুলে
 - ফেসবুক পেজ কি এবং এর সুবিধা কি
 - নিজের ফেসবুক পেজে কিভাবে ঢুকবো
 - পেইজে ফলো বাটন এড করবো কিভাবে
 - শেষ কথা
 
ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন
  আপনারা অনেকেই ফেসবুকে বিজ্ঞাপন দিতে আগ্রহ ী কিন্তু জানেন না কিভাবে ফেসবুকে এড
  চালু করতে হয় এবং কোথায় থেকে শুরু করবেন। আজকে আমার এই গাইড লাইনে আপনি জানতে
  পারবেন ফেসবুকে বিজ্ঞাপন থেকে শুরু করে শেষ পর্যন্ত।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন । আপনি জানতে পারবেন আপনার
  ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত এবং আমরা এটি আপনাকে হাতে- কলমে
  ফেসবুকের বিজ্ঞাপন তৈরি করে দেখাবো।
  আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই গাইডলাইন শেষে আপনি ফেসবুক এড চালানোর বস
  হিসেবে গণ্য হবেন। নিচে দেওয়া ধাপসমূহ অনুসরণ করলেই আপনি ফেসবুকে অ্যাড চালাতে
  পারবেন তাহলে চলুন দেখে আসি।
  ধাপ সমূহ ঃ
  ১। ম্যাটা এড ম্যানেজারঃ আপনার মোবাইল ফোনে  ম্যাটা অ্যাড
  ম্যানেজার অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড ইন্সটল করুন।
  ২। লগইন করুনঃ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন যেটিতে অ্যাড চালাতে চান।
  ৩। পেজ নির্বাচনঃ যে পেজে অ্যাড চালাতে চান সেই ফেসবুক পেজটি নির্বাচন করুন।
  ৪। অ্যাড তৈরিঃ নতুন অ্যাড তৈরি করার জন্য নিউ অ্যাড বাটনে ক্লিক করুন।
  ৫। বিজ্ঞাপনের উদ্দেশ্যঃ আপনার বিজ্ঞাপনের উদ্দেশ্য সিলেক্ট করুন যেমন পেজে লাইক
  বাড়ানো ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি বা কোন পোস্ট প্রচার করা অনুযায়ী বিজ্ঞাপনের
  উদ্দেশ্য নির্বাচন করুন।
  ৬। ডিজাইন করুনঃ বিজ্ঞাপনে একটি স্পষ্ট বার্তা প্রাসঙ্গিক ছবি ও ভিডিও
  ব্যবহার করে তৈরি করুন।
  ৭। বিজ্ঞাপনের বাজেটঃ আপনার বিজ্ঞাপনের জন্য একটি বাজেট ঠিক করুন এবং আপনার
  ব্যবসার জন্য উপযুক্ত লক্ষ্য দর্শকদের টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন।
  ৮। এড প্রচার করুনঃ উপরের নির্দেশনা ঠিক থাকলে বিজ্ঞাপনটি প্রকাশ করুন।
ফেসবুকে এড কিভাবে কাজ করে
  পণ্যের বিজ্ঞাপন এবং ব্যবসা প্রসার বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের
  বিজ্ঞাপন দেওয়া হয় সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি
  পেয়েছে তেমনি প্রচার প্রসারন বৃদ্ধি পেয়েছে। দিন যত যাচ্ছে মানুষ তত ডিজিটাল
  দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে তাই এখন আর বিজ্ঞাপন আগের বিজ্ঞাপন অনেকটা পার্থক্য
  হয়ে গেছে। আপনি চাইলে এখন ঘরের মধ্যে বসে থেকে আপনার ব্যবসার বিজ্ঞাপন
  বা প্রচার চালাতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এমন একটি মাধ্যম যে মাধ্যম
  আপনাকে কোন রকম পরিশ্রম ছাড়াই খুব অল্প খরচের মাধ্যমে আপনার ব্যবসার প্রচার এবং
  প্রসার বৃদ্ধি করতে পারবেন।
  এমনি একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যম হলো ফেসবুক যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার
  ব্যবসার প্রচার করতে পারবেন। তাহলে চলুন দেখি নাই ফেসবুক এড কিভাবে কাজ করে।
  ফেসবুকে 
   এড বিভিন্নভাবে কাজ করে থাকে যেমন ভিডিও এড, ইমেজ   এড
  , মেসেঞ্জারে  এড ইত্যাদি। প্রিয় পাঠক আজ আমি আপনাদেরকে
  ভিডিও এড কিভাবে কাজ করে এ নিয়ে আলোচনা করব।
  ভিডিও এড দেওয়ার জন্য আপনি জিব্বা ভিডিও ফাইল ব্যবহার করতে পারবেন।
   ভিডিও এড দেওয়ার মাধ্যমে একটি প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে বিস্তারিত
  ও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাছাড়া ভিডিও এড একজন ব্যবসায়ী এবং কাস্টমার
  এর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। ফেসবুকে সর্বমোট ছয় ধরনের ভিডিও এট ফরমেট
  রয়েছে যা ইউজারদের দৃষ্টি আকর্ষণ করে।
১। যেমন শর্ট ভিডিও
২। ভার্চুয়াল ভিডিও
৩। instagram ভিডিও
৪। Video Carousels
৫।Video Collections
ফেসবুক অ্যাডের ধরন কি কি
  ফেসবুকে সাধারণত ছয় ধরনের এড ব্যবহার করা হয়।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন । নিচে তার সম্পর্কে বিস্তারিত
  আলোচনা করা হলোঃ-
  ইমেজ অ্যাডঃ সাধারণত বিভিন্ন প্রকার ছবি ব্যবহার করে যে সমস্ত অ্যাড তৈরি
  করা হয় তাকে বলা হয়। এক্ষেত্রে একটি ছবির উপর প্রতিষ্ঠান বা ব্যবসার প্রচারের
  সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয় এবং তা কাস্টমারের নিকট পৌঁছানো হয়।
  ভিডিও অ্যাডঃ বিভিন্ন প্রকার ভিডিও কন্টেন্ট প্রচারের মাধ্যমে অ্যাড দেখানো হয়।
  এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ব্যবসার সমস্ত বিষয়াদি একটি ভিডিওর মধ্যে
  তুলে ধরে এবং তা সোশ্যাল মিডিয়ার শেয়ারের মাধ্যমে তার ব্যবসার প্রচার চালায়
  মূলত এটাই ভিডিও এড।
  ক্যারোজেল অ্যাডঃ এক্ষেত্রে একবার একাধিক ছবি একসাথে দেখানো হয় যা
  ব্যবহারকারী একের পর এক স্লাইড করে দেখতে পারে। এক্ষেত্রে একটা পণ্যের বিজ্ঞাপন
  একসাথে না দেখে সুন্দরভাবে আলাদা আলাদা ছবি হিসেবে অবস্থান করা হয় কাস্টমাররা
  গ্রাহক এর মাধ্যমে একটার পর একটা দেখতে পায়।
  আরো পড়ুনঃ শূন্য থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করব
  স্লাইড শো এডঃ এক্ষেত্রে এক বা একাধিক ছবি স্লাইড-শোর মাধ্যমে একটি ভিডিও তৈরি
  করা হয় ভিডিওটি এমন ভাবে দেখানো হয় যেন একের পর এক ছবিগুলো স্লাইড হতে থাকে
  এভাবেই স্লাইড শো এড তৈরি করা হয় বা চালানো হয়।
  লিড এডঃ যে সমস্ত এডে ব্যবহারকারীরা বিজ্ঞাপন থেকে সরাসরি তথ্য যেমন ফোন নাম্বার
  ইমেল নাম্বার প্রদান করতে পারে সে সমস্ত অ্যাড গুলোকে লিড এড বলে। এক্ষেত্রে
  গ্রাহক তার ফোন নাম্বার বা ইমেইল নাম্বার শেয়ার করে এবং বিজ্ঞাপনদাতা ইমেইল বা
  ফোন নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করে থাকে।
কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবো
  ফেসবুক আসলে যোগাযোগের সবচেয়ে বড় একটি মাধ্যম ফেসবুকে ছবি ভিডিও টেক্সট আরও
  অনেক কিছু শেয়ার করা যায়। সোশ্যাল মিডিয়া  প্ল্যাটফর্ম গুলোর মধ্যে
  অন্যতম একটি প্ল্যাটফর্ম। আপনি যদি সরাসরি ভিডিও আপলোড করতে চান তাহলে এটি আপনার
  জন্য খুবই সহজ। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক আইডিটি
  লগইন করে নিতে হবে। ফেসবুকে ঢোকার পরে আপনাকে নিউস ফুটের উপরে যেতে হবে এবার
  আপনাকে স্ক্রিনে অবস্থিত ইমেজ আইকনে ক্লিক করতে হবে।
   ছবি ভিডিও যোগ করুন বোতামে ক্লিক করুন এবং তারপর আপনি যে গ্যালারি থেকে
  ভিডিওটি পোস্ট করতে চান সে গ্যালারি সিলেক্ট করুন। এবার আপনি আপনার পোস্টটি
  কোন দর্শকদের সাথে শেয়ার করতে চান তা নির্বাচন করুন এবং একবার হয়ে
  গেলে পোস্ট করুন বোতামে ক্লিক করুন। পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার
  ভিডিওটি পোস্ট হওয়ার জন্য প্রক্রিয়া হতে থাকবে এবং ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে
  সঙ্গে আপনি একটি নোটিফিকেশন পাবেন। তবে মনে রাখবেন আপনার ভিডিওটি পোস্ট হওয়ার
  পরে নোটিফিকেশন পাওয়ার পরপরই আপনার পোস্টটি আপনি  পাবলিস্ট আকারে দেখতে
  পারবেন।
কিভাবে ফেসবুক পেজ চালাতে হয়
  একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে কাজ করা করতে হয় কিভাবে চালাতে হয় এ
  বিষয়ে সম্পর্কে একটি সঠিক গাইড লাইনেও পরিচালনা করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন
  রয়েছে। আপনারা অনেকেই অনলাইনে ইউটিউবে অনুসন্ধান করে থাকেন ফেসবুক পেজ কিভাবে
  চালাতে হয় পরিচালনা করতে হয় এবং এ বিষয়ে সম্পর্কে জানার জন্য কিন্তু বর্তমানে
  ইউটিউব থেকে অনেক ভিডিও থাকলেও সঠিক গাইডলাইন পাওয়া যায় না।
  একটি ফেসবুক পেজ পরিচালনা করতে তেমন কোন বিশেষ কিছু প্রয়োজন নেই শুধু প্রয়োজন
  সঠিক দিক নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত কন্টেন আপলোড করা। এক্ষেত্রে আপনাকে
  নিয়মিত মানসম্মত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে এবং তা আপলোড দিতে হবে।
  এমন পোস্ট এবং কোর্টের তৈরি করতে হবে যেন আপনার পেজে ফলোয়ার দ্রুত বেড়ে যায়
  এক্ষেত্রে আপনি চাইলে ফেসবুকে এড ব্যাবহার করতে পারেন যা আপনাকে নতুন ফলোয়ার এনে
  দেবে। আপনি যদি একা আপনার পেজটি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি চাইলে পেজটি
  শেয়ার করার মাধ্যমে অন্যকে দিয়ে চালিয়ে নিতে পারবেন।
অফিসিয়াল ফেসবুক কিভাবে খুলে
  একটি অফিসিয়ালি ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে নিজের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ-
  প্রথমে ফেসবুক প্রোফাইলে লগইন করুন। যদি আপনার ফেসবুক প্রোফাইল না থাকে তাহলে
  অবশ্যই আপনাকে একটি ফেসবুক প্রোফাইল খুলে নিতে হবে।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবে... ফেসবুক প্রোফাইল খোলা
  পড়ে বাম পাশের মেনুতে গিয়ে পেজ অপশনে ক্লিক করুন তারপর ক্রিয়েট এ নিউ প্রেস
  লেখা অপশনে ক্লিক করুন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনার পেজের একটি নাম দিন
  এবং পেজের জন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করুন যেমন ব্যবসা, ব্র্যান্ড ,স্থান,
  ইত্যাদি।
  পেজ সম্পর্কেটি সংক্ষিপ্ত বর্ণনা দিন যেন আপনার পেজের উদ্দেশ্য পরিষ্কার হয় এবং
  এটি আপনার পেজকে দর্শকদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। এবার আপনার পেজের
  প্রোফাইল ফটো এবং কাভার ফটো যোগ করুন আপনি চাইলে আপনার কোম্পানির লোগো ইউজ করতে
  পারেন। পেজ তৈরি হয়ে গেলে কনটেন্ট শেয়ার করতে শুরু করুন যেমন পোস্ট ছবি ভিডিও
  টেক্সট আপনি নিয়মিত পোস্ট করলে আপনার পেজের দর্শক বৃদ্ধি পাবে ফলোয়ার
  বাড়বে।
ফেসবুক পেজ কি এবং এর সুবিধা কি
  ফেসবুক পেজ হলে সেই জায়গা যেখানে বিভিন্ন আটিস পাবলিক ফিগার বিজনেস অ্যাড এবং
  বিভিন্ন সংস্থা তাদের ফ্যান বা কাস্টমারদের সাথে যুক্ত থাকে। অনেকের মনে প্রশ্ন
  থাকতে পারে যে তারা কেন ফেসবুক পেজ তৈরি করবে কোন কাজে লাগবে। ফেসবুক পেজ তৈরি
  করার সুবিধা সম্পর্কে কিছু আলোচনা করা হলঃ-
  ১ । প্রথমে আপনি বিভিন্ন লোকের সাথে যুক্ত থাকতে পারবেন যা সাধারণ একটি ফেসবুক
  প্রোফাইলে যুক্ত থাকা সম্ভব না।
  ২। আপনি যদি কোন কাজে অভিজ্ঞ হন তাহলে ফেসবুক পেজে নিজের ফ্যান ফলোয়ার তৈরি করতে
  পারবেন।
  ৩। আপনি ফেসবুক পেজে নিজের ব্র্যান্ড প্রমোট করতে পারবেন।
  ৪। আপনি আপনার পেজ থেকে আপনার কোন প্রোডাক্ট বিক্রির জন্য দেশ এবং দেশের বাইরে
  বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
  ৫। আপনার যদি একটি facebook পেজ থাকে এবং ফেসবুক  পেজের ফ্যান খোলার যদি
  বেশি থাকে তাহলে আপনি বিভিন্ন রকমের আর্টিকেল শেয়ার করে টাকা ইনকাম করতে
  পারবেন।
  ৬। আপনি চাইলে কন্টেন ক্রিয়েশন এর মাধ্যমে আপনার ফেসবুক পেজটিকে ফেসবুক
  মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন।
  ৭। বর্তমানে বিভিন্ন পণ্যের মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং করতে পারবেন।
  ৮। একটি ফেসবুক পেজ তৈরি করে তাতে কিছু মজাদার পোস্ট করে আপনি খুব সহজেই ভাইরাল
  আর জনপ্রিয় হয়ে উঠতে পারবেন।
নিজের ফেসবুক পেজে কিভাবে ঢুকবো
  ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করার জন্য সর্ব প্রথমে আপনাকে একটি ফেসবুক প্রোফাইল
  খুলতে হবে। তাহলে আপনি সর্বপ্রথমে আপনার স্মার্টফোনে ফেসবুক অ্যাপ ইন্সটল
  করবেন এবং ফেসবুক অ্যাপটি ওপেন করবেন।
  Facebook অ্যাপটি ওপেন করলে ডান পাশের ওপরের দিকে তিনটার সমান চিহ্ন দেখতে পাবেন
  আপনি প্রথমে তিনটার সমান চিনে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর নিচে বিভিন্ন অপশন
  আসবে সর্ব প্রথমে আপনি পেজ নামে যেটা অপশনটি আছে আপনি ওখানে ক্লিক করবেন।
  পেজে ক্লিক দিলে বাম সাইডের উপরে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পারবেন যদি
  আপনার ফেসবুকে পেজ খোলা না থাকে তাহলে আপনি অবশ্যই ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি
  পেজ খুলে নিবেন আর যদি আপনার পেজ খোলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনার পেজটি নিচে
  শো করবে। এখন আপনি শো করা পেজটির উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এবং আপনার
  পেজের বিভিন্ন আর্টিকেল ভিডিও ফটো এগুলো শেয়ার করতে পারবেন।
পেইজে ফলো বাটন এড করবো কিভাবে
  আপনারা যারা ফেসবুক পেজ খুলছেন কিন্তু ফলো বাট এড করতে পারছেন না আজকে আর্টিকেলটি
  শুধু তাদের জন্য। আপনি আর্টিকেলটিতে শিখতে পারবেন কিভাবে ফেসবুকে করতে হয়।
  ফলো বাটন এন্ড করার জন্য সর্ব প্রথমে আপনাকে পেজের এডিট অপশনে ক্লিক করতে হবে।
  এডিট অপশনে ক্লিক করার পর আপনি অনেকগুলো বাটন লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনার
  যেটা পছন্দ আমি সেটার সিলেট সিলেক্ট করবেন। আপনি চাইলে ওয়াজ ভিডিও বাটনে এড
  করতে পারবেন।
  আপনারা সর্ব প্রথমে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে
  আপনাদের ফেসবুক আইডি লগইন করবেন। লগইন করার পর ক্রোম ব্রাউজারে যে থ্রি ডাটা
  রয়েছে ওখানে ক্লিক করবেন এবার নিচের দিকে একটা ডেস্কটপ সাইট নামে অপশন রয়েছে
  আপনারা ওই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার উপরের দিকে দেখতে পাবেন ফেসবুক
  ডট লেখা দেখাচ্ছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উপর দিকে
  দেখতে পারবেন m.facebook.com লেখা দেখাচ্ছে ওখানে এম কে মুছে দিয়ে এম এর
  জায়গায়www লিখে সার্চ দিবেন।
  দেখবেন ফেসবুকের অরজিনাল ডেক্সটপ সাইড ওপেন হয়ে যায় যাবে এবং ওপেন হওয়ার পরেই
  কিন্তু আপনাদেরকে আপনার ওই ফেসবুক পেজটিকে খুঁজে বের করতে হবে যে ফেসবুক পেজ আপনি
  ফলো বাটন এড করতে চাইছেন।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন  ফেসবুক পেজ ওপেন করে দেখতে পাবেন সেখানে এডিট অ্যাকশন
  বাটন নামে একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করার পর দেখবেন প্রায় সমস্ত বাটনের
  লিস্ট চলে আসবে। ওখান থেকে যে বাটনটি আপনার পছন্দ সেই বাটনটি সিলেক্ট করে নিচের
  সেভ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার ফলো বাটন এড হয়ে যাবে।
শেষ কথা
  প্রিয় পাঠক আজকে আর্টিকেলটিতে আমি আপনাদেরকে ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন
  এবং ফেসবুকের খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো
  লেগেছে ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন এ সম্পর্কে জানতে সর্ব প্রথমে আপনাকে
  সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়তে হবে তা না হলে আমি আপনি বুঝতে পারবেন না।
  লেখার মধ্যে কোন রকমের যদি ভুল ত্রুটি বা কোন সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে
  যোগাযোগ করবেন।
  আরো পড়ুনঃ বস্তায় আদা চাষ পদ্ধতি ও সময়।
  তবে প্রিয় পাঠক আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সম্পূর্ণ
  আর্টিকেলটি ভালোভাবে পড়ে বুঝে তারপরে কাজ করবেন।ফেসবুক পেজে অ্যাড কিভাবে চালাবেন । আমার লেখায় এই আর্টিকেল যদি
  আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের
  একটি কমেন্ট আমাকে আরো নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ
  করবে। আর যদি আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই
  আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।
  এবং আর্টিকেলটি অবশ্যই আপনাদের পরিচিত এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন তারাও
  কাজগুলো করতে পারে। তো প্রিয় পাঠক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন
  আল্লাহ হাফেজ।



স্বপ্ন পথ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url