আমার বর্তমান বসবাসের ঠিকানা



 আমি পাবনা জেলার চাটমোহর থানার ডিবি গ্রাম  ইউনিয়নের ধান বিলা গ্রামের বসবাস করি।

 আমি এখানে অনেক শান্তিতে বসবাস করি। এটি একটি সুন্দর গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী। নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। এই গ্রামের মানুষগুলো অনেক শান্ত স্বভাবের। গ্রামের দুই পাশের বিল মাঝখান দিয়ে পাকা রাস্তাচলে গেছে।  


Post a Comment

أحدث أقدم